Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

SDG-4 অর্জনের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রতিষ্ঠানের প্রাংগন, ক্লাস রুম, টয়লেট সমূহ পরিস্কার পরিচ্ছন্ন রাখা, সুপেয় পানি নিশ্চিত করা, ঢাকনা যুক্ত ঝুড়িতে ময়লা-আবর্জনা ফেলা ইত্যাদি কাজগুলো বাস্তবায়ন করা হবে ।  

মিড ডে মিল শতভাগ অর্জনের লক্ষে “ বাসার খাবারে টিফিন করি “ এই শ্লোগান বাস্তবায়ন করা হবে । 

 যথা সময়ে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আগমন ও প্রস্থান নিশ্চিত করা হবে । 

 প্রাত্যহিক সমাবেশ নিশ্চিত করা এবং সমাবেশে জাতিগঠন মূলক বক্তব্য যেমন- কুসংস্কার, বাল্যবিবাহ, মাদক, ইভটিচিং, ইত্যাদি বিষয়ে নিয়মিত আলোচনা নিশ্চিত করা হবে । 

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হবে । 

 সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টিলের পতাকা দন্ড, সঠিক মাপ ও রং এর পতাকা এবং শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন নিশ্চিত করা হবে । 

 আনন্দময় ও কার্যকর ক্লাস নিশ্চিত করতে পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ দান ও যথার্থ শিক্ষা উপকরণসহ পাঠ নিশ্চত করার লক্ষে সকল প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে উপকরণ কক্ষ গড়ে তোলা হবে  

 ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত শিক্ষায় শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে সকল প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব গঠন, বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ, বিজ্ঞান অলম্পিয়াডের আয়োজন করা হবে । 

সকল শিক্ষার্থিদের মুক্তপাঠের সদস্য করে সেখান থেকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং তাদের সৃজনশীল কাজ আপলোড করার দক্ষ করে গড়ে তোলা । 

সকল শিক্ষককে শিক্ষক বাতায়নের সদস্য করে তাদের কন্টেন্ট আপলোড ও ডাউন করার মত দক্ষ করে গড়ে তোলা । 

শুধু ক্লাস রুমের চার দেয়ালের মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ না রাখা । ক্লাস রুমের বাইরেও যে শেখার অনেক কিছু আছে এবং সে শিক্ষা কখন ,কোথায় , কি ভাবে গ্রহণ করতে হবে সে বিষয়ে শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকদের সচেনতা মূলক কার্যক্রম গ্রহণ করা 

 শিক্ষার্থীদের দক্ষতা ও আত্ববিশ্বাস সৃষ্টির জন্য তাদের দিয়ে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালন নিশ্চিত করা হবে । 


শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যাতে বৃদ্ধি করা যায় সে জন্য কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা হবে । 

Laptop for all teachers কার্যক্রমের আওতায় সমবায়ের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে যাতে শতভাগ শিক্ষক ল্যাপটপ সংগ্রহ করতে পারে তা নিশ্চিত করা । 

ইন হাউজ প্রশিক্ষণের মাধ্যমে শতভাগ শিক্ষককে দক্ষ করে তোলা । 

মাল্টিমিডিয়া ক্লাস রুমে সার্বক্ষণিক ল্যাপটপ ও প্রজেক্টর সংযোগ নিশ্চিত করা হবে যাতে এ গুলি সেট করতে যেয়ে ক্লাসের মূল্যবান সময় নষ্ট না হয় । 

স্ববাহ প্রক্রিয়ায় উপজেলা পর্যায়ে বিষয় ভিত্তিক প্রদর্শনী পাঠের আয়োজন করা হবে । এই প্রদর্শনী পাঠে শিক্ষকরাই ক্লাস উপস্থাপন করবেন এবং অন্য শিক্ষকরা শিক্ষার্থী হিসেবে থাকবেন । পাঠ শেষে নিজেরাই আলোচনা করে ভূল ত্রুটি চিহ্নিত করে  সমাধন করবেন । এইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষরা তাদের ভুলে যাওয়া পাঠ মনে করতে পারবে এবং শিক্ষার গুণগত মান উন্নত হবে 

প্রধান শিক্ষক এবং সহকারি প্রধান শিক্ষক মূলত প্রধান একাডেমিক সুপারভাইজার । কিন্তু তারা এই কাজে মোটেই দক্ষ নয় । তাদেরকে একাডেমিক সুপারভাইজার হিসেবে দক্ষ করে গড়ে তুলে তাদেরকে দিয়েই ক্লাস রুমের পঠন পাঠন তদারকির ব্যবস্থা করা হবে । একাডেমিক সুপারভিশনের জন্য নর্ধারিত ফরম তৈরী করে অন লাইনে মাসিক ভিত্তিক রপোর্ট নেয়া হবে । 

শিক্ষার্থীদের প্রকৃতপক্ষে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষে নৈতিক রোজনামচা ডাইরি চালু করা । উক্ত ডাইরিতে  সত্য কথা বলা , নিজের কাজ নিজে করা , বড়দের সেবা করা , দুর্বলকে সাহায্য করা , অন্যকে সম্মান করা , ভাল আচরণ করা , অন্যের ভাল চাওয়া , পানি ও বিদ্যুৎ অপচয় রোধ করা ইত্যাদি মোট ১২ টি সূচক থাকবে । শিক্ষার্থীরা দিনের শেষে উক্ত ডাইরিতে টিক চিহ্ন দেবে । এই ভাবে সে ভাল কাজে অভ্যস্ত হয়ে যাবে । 

ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল কমিটি গঠণ করা হয়েছে ( বিজ্ঞান ক্লাব , বিতর্ক ক্লাব , আই সি টি ক্লাব , সাংস্কৃতিক ক্লাব ,  ক্রীড়া ক্লাব , স্টুডেন্ট ক্যাবিনেট , সততা সংঘ , ইউজার্স গ্রুপ English Language Club ইত্যাদি ) সে গুলিকেকার্যকর করার মাধ্যমে সুনাগরিক তৈরির চেষ্টা করা হবে 

পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে’ সততা স্টোর’ গঠন করা ও মাহানুভবতার দেয়াল স্থাপন করা হবে   । 

শিক্ষার্থীদের সঠিক স্বপ্ন দেখানোর জন্য স্বপ্নবাজ শিক্ষক তৈরির কর্মসূচী হাতে নেয়া হবে । 

মনীষীদের ছবি এবং নীতি-নৈতিকতা সম্বলিত উক্তি দিয়ে ক্লাস রুম সজ্জিত করা হবে ।

গ্রীন স্কুল ক্লীন স্কুল কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন কার্যক্রমের পাশাপাশি স্কুল প্রাংগনে ফুলের বাগান তৈরি ও পরিচর্যা করানো হবে । 

 প্রতিদিন ৫টি মাল্টিমিডিয়া ক্লাস গ্রহণ ও ড্যাস বোর্ডে এন্টি নিশ্চিত করা হবে । 

English Language Club স্থাপন করে One day – Five word শিক্ষা বাস্তবায়ন ও ইংরেজী বিতর্কের আয়োজন করা হবে 

 শিক্ষার্থীদের মেনটরিং ও মনিটরিং নিবিড় করার লক্ষে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক ট্যাগ করে Home Visit করার ব্যবস্থা করা হবে